মহিপালে ৩ টন জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক» ফেনীতে ৩ টন জাটকা জব্দ করা হয়েছে। মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে থেকে বুধবার বিকেল ৫টার দিকে এগুলো জব্ধ করা হয়।
সূত্র জানায়, জেলা মৎস্য অধিদপ্তরের একটি টিম মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। খবর পেয়ে জেলা প্রশাসনের সহকারি কমিশনার জানে আলম ও শ্যামল চন্দ্র বসাক সেখানে যান। জেলা মৎস্য কর্মকর্তা ড. মো: মনিরুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান, মৎস্য কর্মকর্তা মো: মোশারফ হোসেন, হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল প্রমুখ অভিযানে অংশনেন। পরে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com