বর্ণিল আয়োজনে ফেনীতে বর্ষবরণ

ডেস্ক রিপোর্ট» ফেনীতে বর্ণিল আয়োজনে ১৪২৪ বঙ্গাব্দ বাংলা নববর্ষ বরণ হয়েছে। শুক্রবার জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯ টায় ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা, সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান। শোভাযাত্রায় বিভিন্ন বাঙালী ঐতিহ্য তুলে ধরা হয়। পিটিআই মাঠে উৎসবমুখর পরিবেশে ৭ দিন ব্যাপী বৈশাখী গ্রামীন মেলার উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা। জেলা প্রশাসক মো. আমিন উল আহসানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পতœী ড. জোহরা সুলতানা রুনী, পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার ও তার পতœী মোনালিসা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শারমিন জাহান, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন, পি.পি হাফেজ আহম্মদ, জি.পি প্রিয়রঞ্জন দত্ত, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আব্দুর হান্নান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। মেলায় ২৫টি স্টল অংশ নিয়েছে। আলোচনা শেষে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঞার সার্বিক তত্ত্বাধানে বাংলাদেশ শিশু একাডেমি-ফেনী আয়োজিত ‘বৈশাখের রং লাগাও প্রাণে’ নামাঙ্কিত এ ক্যানভাস উদ্বোধন করেন অতিথিবৃন্দ। সন্ধ্যায় পিটিআই মাঠে মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বর্ষবরণ উপলক্ষ্যে জেলা পরিষদ শিশু পার্ক সর্বসাধারণের জন্য উন্মুক্ত, কারাগার, হাসপাতালে উন্নতমানের বাঙ্গালী খাওয়ার পরিবেশন করা হয়।
এছাড়া শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় চলে নানা আয়োজন। ফেনী সরকারি কলেজের আয়োজনে বকুলতলায় চলে পান্তা-ইলিশ আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ অনুষ্ঠানের উদ্বোধন করেন। ‘এসো মেতে উঠি বৈশাখের উচ্ছ্বাসে’ শ্লোগানে মেতে উঠে শিক্ষার্থী সহ দর্শনার্থীরা। দিনভর কলেজ ক্যাম্পাস ছিল আড্ডায় মুখর।
এদিকে শহরের মহিপাল সরকারি কলেজ সংলগ্ন স্থানে ১৩নং ওয়ার্ডবাসীর আয়োজনে মেলা আয়োজন করা হয়। ফেনী পৌরসভার প্যানেল মেয়র ও স্থানীয় কাউন্সিলর নজরুল ইসলাম মিয়াজী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মেলা উদযাপন কমিটির আহবায়ক নুরুল আলম মিন্টুর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হাজী সাহাব উদ্দিন, সাধারন সম্পাদক নাছির খান, ফেনী সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল হক ভূঞা রবিন প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় পান্তা-ইলিশ সহ নানা স্টলের পাশাপাশি র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২১ইঞ্চি এলইডি টেলিভিশন প্রথম পুরস্কার সহ ১০টি পুরস্কার ও ৮টি শান্তনা পুরস্কার প্রদান করা হয়। বিকালে ঢাকা থেকে আগত শিল্পীদের পরিবশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অন্যদিকে শহরের শিশু পার্ক, বিজয়সিংহ দীঘির পাড়, গোল্ডেন শিশু পার্ক, শহরতলীর তৃপ্তি এগ্রো পার্ক, চৌধুরী বাগান বাড়ী, কসকা নিহাল পল্লী সহ বিনোদনস্পটগুলোতে সাধারণ মানুষের ছিল উপচেপড়া ভীড়। শহরের কোলাহল মুখর পরিবেশ থেকে স্বস্থি পেতে অনেকে ভীড় জমিয়েছেন বিজয়সিংহ দীঘি, তৃপ্তি এগ্রো পার্ক, ধর্মপুর চৌধুরী বাগান বাড়ী, পাঁচগাছিয়া নারিকেল বাগান, কসকার নিহাল পল্লী ও  সোনাগাজীর মুহুরী প্রজেক্ট এলাকায়।

ফেনী ইউনিভার্সিটি
এ দিন সকাল বেলা প্রতিবারের মতো ফেনী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মঙ্গলশোভা যাত্রায় শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহনের মাধ্যমে ফেনী ইউনিভার্সিটির বাংলা নববর্ষের অনুষ্ঠানমালা শুরু হয়। ফেনী ইউনিভার্সিটির ক্যম্পাসে ছাত্র-ছাত্রীদের ও ইউনিভার্সিটির উদ্যেগে নির্মিত হরেক রকমের স্টলের উদ্বোধন করেন ইউনিভাসির্টির ভাইস-চ্যন্সেলর প্রফেসর ড. মো: ফসিউল আলম ও ট্রেজারার প্রফেসর তায়বুল হক। হাজার বছরের বাঙ্গালী সংস্কৃতির এতিহ্য বাংলা নববর্ষের উপর আলোকপাত করে ক্যম্পাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. মো. ফসিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর তায়বুল হক। সভায় আরো বক্তব্য রাখেন শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রী প্রমুখ। সভায় ছাত্র-ছাত্রীদের ব্যপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সভা শেষে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে একটি বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। বিকালে জেলা প্রশাসন কর্তৃক সপ্তাহ ব্যপী আয়েজিত শহরের পি.টি.আই মাঠে আরেকটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করে ফেনী ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীরা। প্রতিবারের মতো এবারও মঙ্গলশোভা যাত্রায় পুরস্কার লাভ করে ফেনী ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠান তত্ত্বাবধান করেন ইউনিভার্সিটির সহকারী পরিচালক (একাউন্টস এন্ড স্টোর) আইনুন নাহার।

ফেনী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ
ফেনী সরকারি টিচার্স ট্রেনিং কলেজে নানা আয়োজনে বরণ হয়েছে বাংলা নববর্ষ ১৪২৪-কে। সকাল সাড়ে দশটায় কলেজ প্রাঙ্গণে অতিথি, প্রশাসক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, প্রশিক্ষণার্থী ও তাঁদের পরিবারবর্গের অংশগ্রহণে বের হয় মঙ্গল শোভাযাত্রা। কলেজের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি কলেজ মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে অতিথি, প্রশাসক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, প্রশিক্ষণার্থী ও তাদের পরিবারবর্গের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিশেষ ‘আনন্দ উৎসব’। কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর গোলাম হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর হাছিনা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠক, লেখিকা ও সংস্কৃতিকর্মী ইসমত পারভীন রুনু। কলেজের প্রশিক্ষণার্থী তাপসের সঞ্চালনায় অনুষ্ঠানের শুর“তে জাতীয় সঙ্গীত বাজানো হয়। এরপর অতিথিবৃন্দ শুভে”ছা বক্তব্য দেন। পরে নিজেদের অংশগ্রহণে গান, কবিতা, কৌতুকসহ নানা আয়োজনের মাধ্যমে এক মনোজ্ঞ আনন্দ উৎসবে মেতে ওঠেন উপ¯ি’ত সকলে। সবশেষে মিষ্টিমুখের মাধ্যমে বর্ষবরণের অনুষ্ঠানমালা স¤পন্ন হয়।

হলি ক্রিসেন্ট স্কুলে পিঠা উৎসব
পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ শুক্রবার শহরের হলি ক্রিসেন্ট স্কুল এন্ড কলেজের আয়োজনে স্কুল প্রাঙ্গণে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসব উদ্বোধন করেন জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন। উৎসব উদযাপন কমিটির আহবায়ক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি হানিফ ভূঞা মহসিনের সভাপতিত্বে ও অধ্যক্ষ লুনা ফেরদৌসের সার্বিক তত্ত্বাবধানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্যবসায়ী জামাল উদ্দিন আহম্মেদ, উপাধ্যক্ষ শাখাওয়াত উল্যাহ ও লিটন চন্দ্র দত্ত, সিনিয়র শিক্ষক এজহারুল হক প্রমুখ শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী। শেষে শিক্ষার্থীদের পরিবশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মেলায় নানা পিঠার মোট ১২টি স্টল অংশ নেয়।

ফেনী কলেজিয়েট স্কুল
বাংলা নববর্ষ ১৪২৪ বরণ উপলক্ষে ফেনী কলেজিয়েট রেসিডেন্সিয়াল স্কুলে শুক্রবার দিনব্যাপী নানা আয়োজন করা হয়। বিতর্ক প্রতিযোগিতা, পিঠা উৎসব, কৌতুক, গল্প পরিবেশনের আয়োজন করা হয়। রাজিয়া সুলতানার সভাপতিত্বে ও শিক্ষক আজিম উদ্দিন রাহাতের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল বারিক। অনষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com