নিজস্ব প্রতিবেদক» ফেনী শহরে যানজট নিরসনে মাঠে নেমেছে জেলা প্রশাসন। মঙ্গলবার অভিযান চালিয়ে দুটি অবৈধ সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। এসময় ২৪টি গাড়ীর জরিমানা ও ৮টি ট্রাকের বাম্পার গ্যাস প্রয়োগ বিচ্ছিন্ন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যানজটের মূল কারণ হিসেবে অবৈধভাবে যত্রতত্র পার্কিং ও অনুনোমোদিত গাড়িকে মূল কারণ হিসেবে চিহ্নিত করে শহরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও ভ্রাম্যমান আদালতের বিচারক সোহেল রানা অভিযানকালে বড় মসজিদ সংলগ্ন রাজবাড়ি গেইটের সামনে থেকে সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড উচ্ছেদ করেন। একইসময় শহরের মহিপাল মোড়ে অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ করা হয়। উল্লেখিত স্থানে বৈধ স্ট্যান্ডে লাল কাপড় ও নির্দেশিকা টাঙিয়ে দিতে পৌর কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়। অভিযানকালে যানবাহনে বাম্পার সংযোগ করা, ড্রাইভিং লাইসেন্স না থাকা সহ বিভিন্ন অপরাধে ২৪টি গাড়ীর ৩১ হাজার ৫শ টাকা জরিমানা এবং ৮টি ট্রাকের বাম্পার গ্যাস প্রয়োগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে অংশ নেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রানুয়ারা খাতুন, বিআরটিএ পরিদর্শক মাহবুব রাব্বানী, পৌর কাউন্সিলর সাইফুর রহমান সাইফু প্রমুখ।
এ ব্যাপারে সোহেল রানা জানান, অবৈধ পার্কিং যানজট সমস্যার মূল কারণ। পার্কিং উচ্ছেদে জেলা প্রশাসন তৎপর রয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ অনুমোদিত স্থানে সিএনজি ও অন্যান্য যানবাহন রাখলে যানজট কিছুটা নিয়ন্ত্রণে আসবে। পৌরসভা কর্তৃপক্ষ প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী কাজ করছে।
ফেনী শহরে যানজট নিরসনে মাঠে নেমেছে প্রশাসন
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : April, 19, 2017, 2:02 am
