প্রাথমিক বৃত্তিতে উপজেলায় শীর্ষে ছাগলনাইয়া একাডেমি

ছাগলনাইয়া প্রতিনিধি» প্রাথমিক বৃত্তিতে উপজেলায় প্রথম হয়েছে ছাগলনাইয়া একাডেমি কিন্ডারগার্টেন। এবার এ স্কুল থেকে ১৬ জন ট্যালেন্টপুল ও ৪ জন সাধারণ গ্রেড সহ মোট ২০ জন ছাত্র-ছাত্রী বৃত্তি পেয়ে উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হল: এইচ এম আবির মাসউদ, কাজী মোঃ ফারাতুল ফুয়াদ
, তালহা জোবায়েদ , ইয়াছিন আরাফাত সোয়াত ,,মোঃ আল শাহরিয়ার হোসেন পাটোয়ারী , ইমরান মজুমদার , মোঃ আরমান আলী , সামিউল আলম সাইমুম , ৯. ইসতিয়াক খায়ের তাহসিন , মু. আরাফাত হোসেন , নাজমুল হাসান চৌধুরী নির্ঝর , মাহবুবা তাসনিম লাবিবা , নুসরাত জাহান সুমাইয়া , রুকাইয়া জাহান , তাসনুবা আহমেদ মিয়াজী , নাজিয়া আক্তার তাইমা
সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হল: আবদুল্লাহ আল কাফি , মোঃ রিয়াজ উদ্দিন , সানজিদা আক্তার মিমি , আফরিন জাহান তুরিন।
অধ্যক্ষ পেয়ার আহমদ মজুমদার এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেন।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com