ছাগলনাইয়া প্রতিনিধি» ছাগলনাইয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। শুক্রবার (১৪এপ্রিল) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে র্যালী শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের নেতৃত্বে র্যালীতে উপস্থিত ছিলেন ইউএনও শাহিদা ফাতেমা চৌধুরী, ভাইস চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঁঞা, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পি, এসিল্যান্ড নাসরিন সুলতানা, ওসি আবু জাফর মোহাম্মদ সালেহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহ, শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল গনি, প্রধান শিক্ষক আবুল বশর, মোয়াজ্জম হোসেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান লিটন, সাধারন সম্পাদক আবদুল আউয়াল চৌধুরী প্রমুখ। এছাড়া র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় পান্তা- ইলিশের। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পহেলা বৈশাখে ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের বর্ণ্যাঢ্য র্যালী
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : April, 15, 2017, 12:40 am
