ছাগলনাইয়া প্রতিনিধি» ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ মন্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৩ জন বৃত্তি পেয়েছে। এদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ২ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ১জন। ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তরা হল: আবদুল্লাহ আল মামুন এবং নাইমুর রহমান জিসান। সাধারণ গ্রেডে বৃত্তিপেয়েছে ফৌজিয়া নওশীন।
এদিকে ছাগলনাইয়ায় ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রকাশিত ফলাফলে ১২১জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৪জন ও সাধারণগ্রেডে ৮৭জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। ছাগলনাইয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এসব তথ্য জানিয়েছে।
মঙ্গলবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৃত্তির ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
প্রাথমিক সমাপনীর ফলাফলের ভিত্তিতে এবার ৮২ হাজার ৫০০ জন বৃত্তি পেয়েছে।
এদের মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৫০০ জন শিক্ষার্থী।