জেএসসি বৃত্তিতে উপজেলায় শীর্ষে ছাগলনাইয়া একাডেমী

ছাগলনাইয়া প্রতিনিধি» ২০১৬সালের জেএসসি বৃত্তিতে উপজেলায় প্রধম হয়েছে ছাগলনাইয়া একাডেমী। এবার এ স্কুল থেকে ১৪জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছে। বৃত্তিপ্রাপ্তরা হল, সাঈদ বিন আনোয়ার, সাখাওয়াত হোসেন, ইফতেখারুল ইবনে কামাল, আকবর হোসেন, আবুল কালাম রাহাত, তানভীর হোসেন, আবেদ সোবহান, সোস্তাক আহম্মদ দীপু, হেদায়াতুল হক , ফারজানা আক্তার, আফসানা হোসাইন লিজা, সুরাইয়া জান্নাত, মিফতাহুল জিনান আলিজা, পাইমা আক্তার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন , ‘ জেলা পর্যায়ে যাতে প্রথম সারিতে থাকতে পারি আমরা সেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ’
প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com