ছাগলনাইয়ায় হযরত খাদিজাতুল কোবরা (রা:) মহিলা দাখিল মাদ্রাসা থেকে ৪ জন বৃত্তি পেয়েছে

ছাগলনাইয়া প্রতিনিধি»  ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ মন্দিয়ায় হযরত খাদিজাতুল কোবরা (রা:) মহিলা দাখিল মাদ্রাসা থেকে ২০১৬ সালের ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৪ জন বৃত্তি পেয়েছে। এদের মধ্যে ১ জন ট্যালেনটপুল এবং ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি পায়। ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে: মুহাম্মদ আহনাফ আবিদুর রহমান এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে নুর আলম ভূঁঞা, আরমান হাসান,সালমা সাবিহা নিহা।
প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com