ছাগলনাইয়া প্রতিনিধি» ‘দখলবাজী ও দলবাজী বন্ধ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ১৬ কোটি মানুষের দেশে নারী-পুরুষকে এক সাথে মিলেমিশে কাজ করে ধনী গরীবের বৈষম্য দুর করতে হবে। ধর্মের সাথে বাংলা নববর্ষের কোন সম্পর্ক নাই। মঙ্গলশোভা যাত্রাকে প্রতিটি ইউনিয়নে ছড়িয়ে দিতে হবে।’ রোববার (১৬এপ্রিল) বিকেলে ছাগলনাইয়া ডাক বাংলোয় বর্ষবরন উৎসব ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা জাসদের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক রোকেয়া সুলতানা আঞ্জু, চাঁদগাজী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাহেরা বেগম , জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী, সহ-সভাপতি আবুল খায়ের মেম্বার, সংখ্যা লঘু বিষয়ক সম্পাদক বিনোদ বিহারী বিশ্বাস, উপজেলা জাসদের সহসভাপতি জসিম উদ্দিন ইয়ানি, ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান লিটন প্রমুখ। অনুষ্ঠানে পাঁচ জন অসহায় দুঃস্থ নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। সেলাই মেশিন প্রাপ্তরা হলো- বিবি মরিয়ম, ফেরদৌস আরা, তানজিনা আক্তার, জান্নাতুল সুমাইয়া, সায়দা আক্তার।