আড্ডা, হই হুল্লোড় ও শৈশবের স্মৃতিচারণ করে দিন পার

ছাগলনাইয়া প্রতিনিধি» নানা আয়োজনে ছাগলনাইয়া প্রেস ক্লাবে পালন করা হয় বাংলা নববর্ষ ১৪২৪ বঙ্গাব্দ। স্থানীয় মিট রেষ্টুরেন্টে চলে প্রেসক্লাবের পান্তা-ইলিশের আয়োজন। এর ক্লাবে গিয়ে সবাই মেতে ওঠে শৈশবে পহেলা বৈশাখ পালনের স্মৃতিচারণে। প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান লিটনের সভাপতিত্বে পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি ও যুগান্তর প্রতিনিধি নুরুজ্জামান সুমন, সহ-সভাপতি, ছাগলনাইয়া ডট কম ও জাগো ফেনী টোয়েন্টি ফোর ডট কম সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন, সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি আবদুল আউয়াল চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক ও দৈনিক দিনকাল প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক ও ফেনী প্রতিদিন প্রতিনিধি জিয়াউল হক বাপ্পি, প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন পাটোয়ারী, ধর্ম ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক এএসএম আরিফ চৌধুরী জিকু, সদস্য কামাল হোসেন ভূঁঞা, সহযোগী সদস্য শাহ ফয়সাল, সাইফুল ইসলাম সোহেল প্রমুখ।
প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com