নিজস্ব প্রতিবেদক» নানা আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচী পালন হয়। শনিবার সকালে ফেনী সরকারি কলেজের বধ্যভূমিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফেনী সরকারি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়। সন্ধ্যায় বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এসময় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মো: আমিন উল আহসান, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ। সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আমিন উল আহসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম। সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা ও অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান প্রমুখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এদিকে জেলা আওয়ামীলীগের উদ্যোগে কলেজ রোডের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম সভায় সভাপতিত্ব করেন। দপ্তর সম্পাদক শহীদ খোন্দকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানআরা বেগম সুরমা, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আকরামুজ্জামান, সহ-সভাপতি আকরাম হোসেন হুমায়ুন, পৌর সাধারণ সম্পাদক আবদুল করিম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড় মনি, জেলা কৃষক লীগ সভাপতি জিয়াউল হক, জেলা শ্রমিক লীগ সভাপতি জালাল হাজারী, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, যুব মহিলা লীগের সভাপতি হাসিনা আক্তার নিঝুম, ফেনী সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহম্মদ তপু, পৌর সাধারণ সম্পাদক সাহেদ আকবর অভি, সদর উপজেলা সাধারণ সম্পাদক আবদুস শুক্কুর মানিক প্রমুখ।
অপরদিকে জয়নাল হাজারী কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মো: আবদুল হালিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌরনীতি বিষয়ের সহকারি অধ্যাপক মীর হোসেন, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মো: হারুন-অর রশিদ।
ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে শনিবার (২৫ মার্চ)বিকেলে গণহত্যা দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আলী জিন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলার চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মোঃ সালেহ, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ, বিবি জোলেখা শিল্পি, ফেনী জেলা জাসদের ভার প্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছু উদ্দিন বুলু মজুমদার, বিআরডিবির চেয়ারম্যান মজিবুর রহমান, শুভপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান লিটন, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়া উল হক দিদার, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ ননি প্রমুখ।কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, অনুষ্ঠানে ১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাতের গণহত্যার ডকুমেন্টারি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় এবং শহীদদের স্মরণে দাড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, আবদুস সালাম,কাজী আবদুল বারী, আবদুল জলিল, প্রাথমিক শিক্ষা অফিসার মহি উদ্দিন, আবু জাফর মোঃ সালেহ, উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
গণহত্যা দিেেস আলোচনা সভার আয়োজন করেছে ছাগলনাইয়া প্রেসক্লাব। শনিবার(২৫ মার্চ) সন্ধ্যায় ছাগলনাইয়া প্রেসক্লাবের এবিএম মূসা মিলনায়তনে সভাপতি কামরুল হাসান লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল আউয়াল চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন,ছাগলনাইয়া পাইলট হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আবদুস সালাম সরকার ও সাবেক প্রধান শিক্ষক লেঃ(অবঃ)নেপাল চন্দ্র নাথ। এতে আরো অংশ নেন, ছাগলনাইয়া প্রেসক্লাবের সহ সভাপতি ও ছাগলনাইয়া ডটকমের সম্পাদক জাহাংগীর কবির লিটন,দপ্তর সম্পাদক জিয়াউল হক বাপ্পী,সাখাওয়াত হোসেন পাটোয়ারী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন,ক্লাবের সমাজসেবা সম্পাদক একেএম আরিফ চৌধুরী জিকু,সদস্য কামাল হোসেন ভুঞাঁ,সহযোগী সদস্য সাইফুল ইসলাম সোহেল ও ফয়সল হোসেন প্রমুখ।