দক্ষিণ মন্দিয়ায় উপজেলা চেয়ারম্যান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ছাগলনাইয়া প্রতিনিধি» ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ মন্দিয়া গ্রামে রোববার (১৯মার্চ) সকালে দক্ষিণ মন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল এবং কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি তাসলিমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহিদা ফাতেমা চৌধুরী। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিলকিস আরা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহি উদ্দিন, শুভপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল সেলিম, ঘোপাল ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মহিউদ্দিন খোন্দকার জাহেদ ,৭,৮ও৯নং ওয়ার্ড মহিলা মেম্বার মনোয়ারা বেগম প্রমুখ। হযরত খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা,তালিমুদ্দিন মাদ্রাসা, দক্ষিণ মন্দিয়া উত্তর পাড়া রংধনু ক্লাব ও পশ্চিম পাড়া সাইনিং ক্লাব’র পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয় ।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com