ছাগলনাইয়া প্রতিনিধি» হঠাৎ ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে ছাগলনাইয়া আদালত মাঠের মেলা। মেলা মাঠে তৈরী করা সার্কাসের উঁচু প্যান্ডেল, লাকী কূপন মঞ্চ, সবকটি স্টল প্রচন্ড বাতাসে উড়ে গেছে। ভেঙ্গে গেছে মেলার গেইট।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে হঠাৎ প্রচন্ড বাতাসের তোড়ে আকাশে উড়তে থাকে মেলার প্যান্ডেলের কাপড়। এ সময় সেখানে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রংগত গত ১৬ মার্চ ছাগলনাইয়া আদালত মাঠে মাসব্যাপী মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। কয়েকদিন পর এইচএসসি পরীক্ষা থাকায় শুরু থেকে এলাকাবাসী মেলার বিরোধিতা করে আসছে। মেলায় লাকী কূপনের জন্য দিনরাত উপজেলাজুড়ে মাইকিং করায় ব্যাঘাত ঘটছিল শিক্ষার্থীদের পড়ালেখায়।
ঝড়ে লন্ডভন্ড ছাগলনাইয়া আদালত মাঠের মেলা
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : March, 18, 2017, 6:13 pm