ছাগলনাইয়া প্রতিনিধি» ছাগলনাইয়ায় সরকারী কলেজ (পাড়ায় ) এলাকায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে । শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে। জানা যায়, কলেজ পাড়ার মাস্টার ভবনের মৃত কামাল উদ্দিনের (সাব মিয়া) রান্না ঘরের পিছনের জানালার গ্রীলের জানালা কেটে ঘরে ঢুকে দুইটি আলমারি ভেঙ্গে একটি এলইডি টিভি, দুই ভরি স্বর্ণালংকার ,একটি মোবাইল সেট ও নগদ ১৫ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা । কামাল উদ্দিনের ছোট ভাই জিলানী জানান , ওই সময় বাসায় কেউ ছিল না । শনিবার বিকেলে কামাল উদ্দিনের স্ত্রী শিউলি আক্তারের বাসায় আসলে চুরির ঘটনা জানতে পারেন ।