ছাগলনাইয়া কলেজরোডে ২টি সিএনজির সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক» ছাগলনাইয়া কলেজরোডে ২টি সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কবরস্থানের সমানে একটি সিএনজির সামনের চাকারস্কেল ভেঙ্গে যাওয়ায় বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটে। তবে দূর্ঘটনায় কেউ আহত হয়নি।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com