ছাগলনাইয়া একাডেমীর বার্ষিক পুরষ্কার বিতরণ সম্পন্ন

ছাগলনাইয়া প্রতিনিধি» বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বুধবার(২৯মার্চ) সকালে ছাগলনাইয়া একাডেমীর বার্ষিক পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ.কে.এম সামছুদ্দিন’র সভাপতিত্বে, সহকারী শিক্ষক সাইদুল ইসলাম ও আরিফ উদ্দিন বাদল’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন, ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মোঃ সালেহ, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, ফেনী জেলা পরিষদের সদস্য নাজমা আক্তার কণা।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, কিন্ডারগার্টেন শাখার অধ্যক্ষ পেয়ার আহম্মদ মজুমদার, কাউন্সিলর শাহেনা আক্তার, জাহাংগীর আলম, সাইফুল ইসলাম স্বপন, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউল হক দিদার,পৌরসভা ছাত্রলীগ‘র সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ননি, সাংবাদিক এবং অভিভাবক বৃন্দ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর তার বক্তব্যে প্রধান অতিথির নিকট বিদ্যালয়ের আবাসিক সমস্যা সমাধানের জন্য একটি নতুন ভবন নির্মানে সহযোগীতা কামনা করেন। এছাড়া বিদ্যালয়ে আসা যাওয়ার সরু রাস্তা চওড়া করার ক্ষেত্রে ও সহযোগীতা চান।
প্রধান অতিথি মেজবাউল হায়দার চৌধুরী সোহেল তার বক্তব্যে বিদ্যালয়ের সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সহযোগীতা করার কথা বলেন। অতিথী বৃন্দ বিদ্যালয়ের শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থী, আদর্শ শিক্ষার্থী, প্রতিটি শ্রেণীর ১ম,২য়ও৩য় স্থান অধিকারী শিক্ষার্থী এবং সংস্কৃতি ও খেলাধুলায় ১ম,২য় ও৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com