ছাগলনাইয়া প্রতিনিধি» ছাগলনাইয়া উপজেলা প্রশাসন এবং ছাগলনাইয়া পৌরসভার উদ্যোগে রবিবার (২৬ মার্চ) পুরো দিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৭ উদযাপন করা হয়। স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌঃ সোহেল এর নেতৃত্বে ছাগলনাইয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল অর্পন করা হয় ,এ সময় উপস্থিত ছিলেন ইউএনও শাহিদা ফাতেমা চৌঃ। উপজেলা প্রশাসনের পর থানা পুলিশ,উপজেলা আ’লীগ,মুক্তিযোদ্ধা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা এবং ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসানের নেতৃত্বে সাংবাদিক বৃন্দ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন।
২য় পর্যায়ে সকালে ছাগলনাইয়া পাইলট হাই স্কুল মাঠে আলোচনা সভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদে ডিসপ্লে অনুষ্ঠিত হয়। ডিসপ্লেতে অংশগ্রহণকারী ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীকে পুরষ্কৃত করা হয়।
৩য় পর্যায়ে ছাগলনাইয়া অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন।
৪র্থ পর্যায়ে বিকেলে পৌর মেয়র এম মোস্তফার উপস্থিতিতে ব্যবসায়ী বনাম সাংবাদিক, মুক্তিযোদ্ধা বনাম শিক্ষক এবং উপজেলা প্রশাসন বনাম পৌর সভা প্রশাসন’র মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে অংশগ্রহণকারী দলের মধ্যে পুরষ্কার প্রধান করেন, উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌঃ সোহেল, ইউএনও শাহিদা ফাতেমা চৌঃ এবং পৌর মেয়র এম মোস্তফা। সাংবাদিকদের পক্ষে পুরষ্কার গ্রহণ করে ছাগলনাইয়া প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান লিটন।
৫ম পর্যায়ে সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে সাংষ্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপি অনুষ্ঠানমালার শেষ হয়।
ছাগলনাইয়ায় বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস উদ্যাপন
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : March, 27, 2017, 1:44 am
