ছাগলনাইয়া প্রতিনিধি» ছাগলনাইয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর’র আয়োজনে শুক্রবার(১৭ মার্চ)সকালে ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে বঙ্গবন্ধুর ৯৮ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস -২০১৭ উদযাপন করা হয়। উপজেলা উপজেলা নির্বাহী অফিসার শাহিদা ফাতেমা চৌধুরী’র সভাপতিত্বে, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আলী জিন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সোলতানা , উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ,বিবি জোলেখা শিল্পি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: ইউছুপ মজুমদার, পল্লি বিদ্যুতের ডিজিএম আবু বক্কর ছিদ্দিক, মহিলা কমিশনার শাহেনা আক্তার, ডা: নুরুল আমিন জাহাংগীর, আবুল বশর, আলমগীর হোসেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মদিবস উপলক্ষে কেক কাটা হয়। চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় উত্তীর্ণদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন ছাগলনাইয়া মহিলা কলেজের প্রভাষক জুলিয়া সোলতানা।
ছাগলনাইয়ায় বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীতে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : March, 17, 2017, 3:57 pm