ছাগলনাইয়ায় গণহত্যা দিবসে আলোচনা সভা

ছাগলনাইয়া প্রতিনিধি» ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে শনিবার (২৫ মার্চ)বিকেলে গণহত্যা দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আলী জিন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলার চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মোঃ সালেহ, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ, বিবি জোলেখা শিল্পি, ফেনী জেলা জাসদের ভার প্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছু উদ্দিন বুলু মজুমদার, বিআরডিবির চেয়ারম্যান মজিবুর রহমান, শুভপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান লিটন, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়া উল হক দিদার, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ ননি প্রমুখ।কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, অনুষ্ঠানে ১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাতের গণহত্যার ডকুমেন্টারি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় এবং শহীদদের স্মরণে দাড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, আবদুস সালাম,কাজী আবদুল বারী, আবদুল জলিল, প্রাথমিক শিক্ষা অফিসার মহি উদ্দিন, আবু জাফর মোঃ সালেহ, উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com