ছাগলনাইয়া প্রতিনিধি» ফেনীর পুলিশ সুপার রেজাউল হক পিপিএমকে সংবর্ধনা দিয়েছে ছাগলনাইয়া উপজেলা কমিউনিটি পুলিশিং। বৃহঃবার সন্ধ্যায় থানা প্রাঙ্গনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। ওসি আবু জাফর মোঃ সালেহ‘র সভাপতিত্বে কাজী আব্দুল বারী, বদরোদ্দৌজা তারেক,ঘোপাল পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আলী, এসএই গোলাম জিলানী, এএসআই মোখলেছুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিংয়ের পক্ষ থেকে তাকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ফেনী ১ আসনের এমপি শিরীন আখতারের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওসি তদন্ত আবুল খায়ের শেখ।
প্রসংগত ফেনী পুলিশ সুপার রেজাউল হক পিপিএমকে সম্প্রতি পুলিশ সদর দপ্তরে এআইজি করা হয়।
ছাগলনাইয়ায় এসপি রেজাউল হক পিপিএমকে বিদায় সংবর্ধনা
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : March, 2, 2017, 10:00 pm