ছাগলনাইয়ায় আইসিটির ১৪ তম ব্যাচ’র সনদ বিতরণ

ছাগলনাইয়া প্রতিনিধি» ছাগলনাইয়ায় মঙ্গলবার (২১মার্চ) বিকেলে ব্যানবেইসে’র অর্থায়নে ছাগলনাইয়া মাধ্যমিক শিক্ষা অফিসের ইউআইটিআরসিই ল্যাবে ১৫দিনব্যাপি আইসিটি প্রশিক্ষণ কোর্স (১৪ তম ব্যাচ) এর প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আলী জিন্নাহ’র সভাপতিত্বে মাস্টার ট্রেইনার সাইফ উদ্দিন স্যার’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার শাহিদা ফাতেমা চৌধুরী। বিশেষ অতিথী ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া, কম্পিউার ল্যাব সহকারী মাকছুদা রহমান প্রমুখ।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com