ছাগলনাইয়ার ব্যবসায়ীদের সাথে পৌরমেয়রের মত বিনিময়

ছাগলনাইয়া প্রতিনিধি» ছাগলনাইয়া বাজারের ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেছেন ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা। এ সময় পয়োঃনিষ্কাশন,হকার পূর্নবাসন, সড়কবাতি স্থাপন, সৌন্দর্যবর্ধনসহ নানাবিধ সমস্যার কথা শুনে সেগুলোর সমাধানে বিভিন্ন পরিকল্পনার কথা জানান ব্যবসায়ীদের। শুক্রবার(১০মার্চ) বিকেলে ছাগলনাইয়া বাজারের জিরো পয়েন্টে কাউন্সিলর হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ছাগলনাইয়া বাজারের বিভিন্নস্তরের ব্যবসায়ীরা তাদের সমস্যার কথা উল্লেখ করে বক্তব্য দেন। এ সময় বক্তব্য রাখেন, বাসার সিটি কমপ্লেক্সের স্বত্তাধিকারী সাংবাদিক জাহাঙ্গীর কবির লিটন, ব্যবসায়ী আবদুর রহিম,আইয়ুব খান,জালাল আহম্মেদ,আলম পাটোয়ারী,আবুল কালাম,আবুল কাশেম,পেয়ার আহম্মদ মজুমদার,মুজিবুল হক মজুমদার, ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান লিটন,নব গঠিত পৌর বাজার কমিটির সদস্য সহকারী অধ্যাপক আবদুল জলিল ভুঞাঁ,এ্যাডভোকেট জসিম উদ্দিন,কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুছা,সাইফুল ইসলাম স্বপন,শাহেনা আক্তার প্রমুখ।5মেয়র এম মোস্তফা ব্যবসায়ীদের উদেশ্যে বলেন,ছাগলনাইয়া বাজারের পরিস্কার পরিচ্ছন্নতার জন্য আরো কয়েকটি গাড়ী ক্রয় করা হয়েছে, ক্রেতাদের সুবিধার্থে বাজারের গলির পথগুলোতে কোন প্রকার মালামাল রাখা যাবে না,পণ্যের মূল্য তালিকা প্রত্যেক দোকানে রাখতে হবে,ফরমালিনমুক্ত মাছ বিক্রি করতে হবে, মাছ বাজারের ড্রেনের কাজ কিছুদিনের মধ্যে আরম্ভ হবে,বাজারের পানি নিষ্কাষনের জন্য আশেপাশের ড্রেনের সংস্কারের কাজ বর্ষার আগেই করা হবে,বাজারের মধ্যে দু’টি কবরস্থানের পবিত্রতা রক্ষা করতে হবে। ভোক্তা ও এলাকাবাসীর সুবিধার্থে এ সকল বিষয়গুলি ব্যবসায়ীদেরকে মেনে চলার অনুরোধ করেন। ট্রেড লাইন্সেনের ফিস সরকার কর্তৃক নির্ধারিত এ ক্ষেত্রে পৌর কর্তৃপক্ষের কোন হাত নেই বলে তিনি জানান।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com