না ফেরার দেশে ওম পুরি

ডেস্ক রিপোর্ট» চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন ভারতের নন্দিত অভিনেতা অভিনেতা ওম পুরি। মুম্বাইয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
পদ্মশ্রী উপাধি পাওয়া এই অভিনেতার উল্লেখ্যযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে অর্ধ সত্য, আক্রোশ, জানে ভি দো ইয়ারো, ভাবনি ভাবাই, মিরচ মসালা, ধারাভির মতো চলচ্চিত্র।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, ভারতের পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে স্নাতক করেন ওম পুরি। ১৯৭৩ সালে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামাতে পড়াশোনা করেছেন তিনি। সেখানে নাসির উদ্দিন শাহর সহপাঠী ছিলেন ওম পুরি। ১৯৮২ সালে আরোহণ চলচ্চিত্রে তিনি সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com