মিরসরাইয়ে মাদ্রাসা সহ-সুপারের জরিমানা

মিরসরাই প্রতিনিধি» মিরসরাইয়ে মাদ্রাসার জেডিসি পরীক্ষায় নিজ মাদ্রাসার পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগে এক সহ-সুপারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই সহ-সুপারের নাম নজরুল ইসলাম। তিনি আবুরহাট রহমানিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার। শনিবার (১২ নভেম্বর) বারইয়ারহাট কদমতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে।
জানা গেছে, অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলাম শনিবার সকালে জেডিসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় কদমতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে নিজ মাদ্রাসার শিক্ষার্থীদের অনৈতিক সুবিধা প্রদান করার সময় মিরসরাইয়ের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজগর আলী হাতেনাতে ধরে ফেলেন। আবুরহাট রহমানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র কদমতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসায়। পরে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজগর আলী জানান, আবুরহাট রহমানিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার নজরুল ইসলাম তার নিজ শিক্ষার্থীদের অনৈতিক সুবিধা প্রদান প্রদানকালে হাতে নাতে ধরা পড়েন। পরে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com