মিরসরাইয়ে চুরি করতে গিয়ে গণপিটুনি খেল দাগনভূঞার কাদির

মিরসরাই প্রতিনিধি» মিরসরাইয়ে দিনদুপুরে একটি আবাসিক ভবনের বাসা চুরি করে পালানোর সময় এক চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করেছে স্থানীয় লোকজন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) মিরসরাই ডিগ্রি কলেজ সড়কে এই ঘটনা ঘটে। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল, লোহার রড, রেঞ্জ মেশিন, স্ক্রু ড্রাইভারসহ চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। আটককৃত চোর ফেনীর সিলোনিয়া গ্রামের শরিয়ত উল্ল্যাহর ছেলে কাদির (৩৮)।
মিরসরাই থানার উপ-পরির্দশক (এসআই) মোহাম্মদ হাসান জানান, বৃহস্পতিবার দুপুরে প্রবাসী আহছান উল্ল্যাহ ভূঁইয়া মিলনের তায়েফ মঞ্জিলের ৫ তলায় ভাড়াটিয়া ফাতেমা বেগমের বাসার তালা লাগিয়ে নিচে নামেন। এসময় ঘরের তালা ভেঙ্গে শরিয়ত উল্ল্যাহ বাসার মালমাল নিয়ে পালানোর চেষ্টা করে। স্থানীয় অন্য ভাড়াটিয়া মতিউর ও জাহাঙ্গীর চুরির বিষয়টি বুঝতে পেরে চোরাই মালামালসহ শরিয়ত উল্ল্যাকে আটক করে। একপর্যায়ে তাকে গণপিটুনি দিয়ে স্থানীয়রা পুলিশে হাতে সোপর্দ করে।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com