ফেনী আলীয়া মাদরাসায় অনার্স কোর্স চালু

ডেস্ক রিপোর্ট» ফেনী আলীয়া মাদরাসায় অনার্স কোর্স চালু হয়েছে। শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ২১টি সিনিয়র মাদরাসার অধ্যক্ষের কাছে অনার্স পাঠদানের অনুমতিপত্র হস্তান্তর করেন।

এর আগে ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩১টি মাদরাসায় ৫টি বিষয়ে অনার্স কোর্স চালু ছিল।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্রালয়) মো. হেলাল উদ্দীন, মাদরাসা অধিদফতরের মহাপরিচালক, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জমিয়াতুল মোদাররেছিনের মহাসচিব প্রমুখ উপস্থিত ছিলেন।

নতুন অনার্স কোর্স চালু করা ২১ মাদ্রাসাগুলো হলো, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা, মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা, মাগুরা সিদ্দিকীয় কামিল মাদ্রাসা, বগুড়া সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা, ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা, রায়পুর কামিল মাদ্রাসা, লোহাগোড়া চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা, বরিশাল বাঘিয়া আল-আমিন কামিল মাদ্রাসা, নোয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসা, মোমেনশাহী ডি এস কামিল মাদ্রাসা, কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসা, টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদ্রাসা, ডবলমুরিং বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা, ফেনী আলিয়া কামিল মাদ্রাসা, পটিয়া শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসা, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা, নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসা, নাটোর আল-মাদরাসাতুল জাম হুরিয়া কামিল মাদ্রাসা, লক্ষীপুর দারুল উলুম কামিল মাদ্রাসা ও গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসা।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com