ছাগলনাইয়ায় আইসিটির প্রশিক্ষণে নেই ইন্টারনেট সংযোগ

নিজস্ব প্রতিবেদক» তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ছাগলনাইয়ার শিক্ষকদের ১৫ দিনব্যাপী চলা প্রশিক্ষণের মান নিয়ে প্রশ্ন তুলছেন প্রশিক্ষনার্থীরা।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ইন্টারনেটের সঙ্গে পরিচয়সহ কম্পিউটার ব্যবহারের ওপর ধারণা দিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ প্রশিক্ষণের আয়োজন করে। বাংলাদেশ শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে তথ্য ও পরিসংখ্যান ব্যুারো(বেনবেইস) এর উদ্যোগে এ প্রশিক্ষণ ব্যবস্থা চালু করেছে। অথচ প্রশিক্ষণের শুরু থেকে কম্পিউটার ল্যাবে কোন ইন্টারনেট সংযোগ নেই।ওয়াইফাই সংযোগ দিলেও দু’দিনের মাথায় তা বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে প্রশিক্ষণ নিতে আসা শিক্ষকরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মুল ধারণা থেকে বঞ্চিত হচ্ছে। এতে ১’শ ৪৪ জন শিক্ষক দায়সারা গোছের প্রশিক্ষণ নিলেও মূলত কাজের কাজ কিছুই শিখা হচ্ছে না। প্রায় ৯ লাখ টাকার আইসিটি প্রশিক্ষনের জন্য দেয়া বরাদ্দ কোন কাজেই আসেনি বলে শিক্ষককেরা অভিযোগ করেছেন।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com