ছাগলনাইয়ার কৃতি সন্তান ডাঃ মেজর নাসিরের স্বর্ণপদক অর্জন

নিজস্ব প্রতিবেদক» ছাগলনাইয়ার কৃতি সন্তান ডাঃ মেজর নাসির এফসিপিএস সার্জারীতে সফলতায় স্বর্ণপদক অর্জন করেন। গত ২৬অক্টোবর সকালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস(বিসিপিএস)এর ১৩তম সমাবর্তনে সার্জারীতে বিশেষ কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে থেকে স্বর্ণপদক গ্রহণ করেন। ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত বিসিপিএস এর ১৩তম সমার্বতনে সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ নাসিম এবং সন্মানিত অতিথি ছিলেন, একই মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ জাহিদ মালিক। এফসিপিএস সার্জারীতে সেনাবাহিনীতে এটাই প্রথম কারো স্বর্ণপদক অর্জন।
ডাঃ মেজর নাসির উদ্দিন ছাগলনাইয়া পৌরসভার মটুয়া গ্রামের হাজী আবদুল হকের বড় ছেলে। তিনি ১৯৯২ সালে ছাগলনাইয়া পাইলট হাই স্কুল থেকে সফলতার সাথে এসএসসি এবং ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ থেকে এমবিএস পাশ করেন। বর্তমানে তিনি রংপুর আর্মি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। ব্যাক্তিগত জীবনে তিনি এক ছেলে এবং এক মেয়ে সন্তানের জনক। তার স্ত্রী সাজেদা হোসেন একজন ডাক্তার। তার ছোট দু’ভাই ডাঃ সাইফ উদ্দিন নোয়াখালী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এবং ডাঃ মোঃ কপিল উদ্দিন
ভ্যাটেরেনারী সার্জন হিসেবে চট্টগ্রামে কর্মরত আছেন।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com