চলতি বছরের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি

ডেস্ক রিপোর্ট» চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে কে সবচেয়ে বেশি রান করবেন? এটা নিয়ে মূলত দুইজন ক্রিকেটারের মধ্যে জোর প্রতিদ্বন্দ্বীতা চলছে। এরা দু’জন হলেন ইংলিশ ক্রিকেটার জো রুট এবং ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। এটা তো জানা হলো। তবে আপনি কি জানেন ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে (টেস্টে) কে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন?
এ বছর টেস্টে এখনও অব্দি সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি ৯টি টেস্টে ৫৫টি উইকেট দখল করেছেন। আর দ্বিতীয়স্থানে রয়েছেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। তিনি ৮ ম্যাচে ৫৪টি উইকেট নিয়েছেন।
প্রথম ও দ্বিতীয় স্থানটি ভারত ও শ্রীলঙ্কা দখল করে রাখলেও এ তালিকায় কিন্তু আধিপত্য বেশি ইংলিশ ক্রিকেটারদের। ১০ জনের মধ্যে ৪ জনই ইংল্যান্ডের ক্রিকেটার।
এক নজরে দেখে নেওয়া টেস্টে প্রথম ১০ জন উইকেটশিকারির নাম।
১. রবিচন্দ্রন অশ্বিন (ভারত) – ৯ ম্যাচে ৫৫ উইকেট
২. রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা) – ৮ ম্যাচে ৫৪ উইকেট
৩. স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) – ১০ ম্যাচে ৪৬ উইকেট
৪. জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) – ১০ ম্যাচে ৪১ উইকেট
৫. ইয়াসির শাহ (পাকিস্তান) – ৮ ম্যাচে ৪০ উইকেট
৬. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) – ৭ ম্যাচে ৩৯ উইকেট
৭. ক্রিস ওকস (ইংল্যান্ড) – ১০ ম্যাচে ৩৯ উইকেট
৮. নেইল ওয়াগনার (নিউজিল্যান্ড) – ৮ ম্যাচে ৩৫ উইকেট
৯. মঈন আলী (ইংল্যান্ড) – ১৪ ম্যাচে ৩৪ উইকেট
১০. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) – ৫ ম্যাচে ৩২ উইকেট

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com