মিরসরাই প্রতিনিধি» মিরসরাইয়ে মোঃ সৈকত ইসলাম (২০ ) নামে যুবকের ঝূলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ১০ টার দিকে স্থানীয়রা একটি গাছের উঁচু ডালে গলায় ফাঁস লাগানো লাশটি উদ্ধার করে। উপজেলার ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের মান্দারবাড়ীয়া গ্রামের সোলায়মান কোম্পানীর বাড়ীতে এ ঘটনা ঘটে। সৈকত তাজুল ইসলাম প্রকাশ বলি’র ৩য় পুত্র।
নিহতের ভাই সিরাজুল ইসলাম জানান, তার ভাই সৈকত বেশ কিছু দিন ধরে অস্বাভাবিক আচরণ করছিলো। বৃহস্পতিবার তাদের এলাকার একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে তার কবরে গিয়ে শুয়েছিলো।
শুক্রবার সকালে তাকে ঘরে দেখতে না পেয়ে আশপাশে খোজাখুজি করলে বাড়ীর পশ্চিম পার্শ্বে যুগলী পুকুর পাড়ে একটি গাছের সাথে দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সৈকতকে ঝুলে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন এসে তার লাশ নিয়ে আসে। বিকেলে তাকে দাফন করা হয়।
মিরসরাইয়ের যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : November, 18, 2016, 3:18 pm
