নিজস্ব প্রতিবেদক» ফেনী পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রেজাউল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুক্রবার দুপুর ১২টার দিকে রংপুর কোর্ট চত্বর থেকে অর্থ আত্মসাতের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
দুদক সূত্রে জানা যায়, রেজাউল ইসলাম ২০১১ সালে নীলফামারীর জলঢাকা কৈমারী জনতা ব্যংকের ব্যবস্থাপক থাকাকালীন দুই কোটি ১৪ লাখ ৬১ হাজার ৩৩০ টাকা আত্মসাৎ ও ক্ষতি করেন। এ ঘটনায় তার নামে দুদকে একটি মামলা হয়। মামলায় তিনি জামিন প্রার্থনা করলে তা নামঞ্জুর হয়। এই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে ফেনী পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক হিসেবে কর্মরত রেজাউল ইসলামের বাড়ি রংপুরের আলমনগর এলাকায়। রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন।
ফেনী পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক গ্রেপ্তার
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : November, 4, 2016, 2:27 pm
