শহর প্রতিনিধি» ফেনীর ৬উপজেলার দুস্থঃ-অসহায় ব্যক্তির মাঝে সংসদ সদস্যের কোটায় বরাদ্ধ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত আসনের এমপি জাহান আরা বেগম সুরমা ৩৮জন অসহায়ের হাতে ১লাখ ২৫হাজার টাকার চেক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম রুনা, ফেনী পৌর মহিলা কাউন্সিলর সেলিনা চৌধুরী শেলী ও ফেনী জেলা মহিলা আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদিকা মর্জিনা আক্তার
ফেনীর ৬ উপজেলার দুঃস্থ অসহায়দের মাঝে অনুদান বিতরণ
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : November, 16, 2016, 12:32 pm
