নিজস্ব প্রতিবেদক» র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি বিদেশি পিস্তল, দু’টি একনলা বন্দুক, ১২টি কার্তুজসহ বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
শুক্রবার (১৮ নভেম্বর) ভোরেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাবের ফেনী ক্যাম্পের ইনচার্জ সাফায়েত জামিল ফাহিমজানান,মহাসড়কের লালপোলে একদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে-এমন গোপন সংবাদ
পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটকের চেষ্টা করে। উপস্থিতি টের পেয়ে তারা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়। নিহত ডাকাতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদের মরদেহ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত।। অস্ত্র উদ্ধার
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : November, 18, 2016, 8:04 am
