নিজস্ব প্রতিবেদক» ছাগলনাইয়ার রাধানগর ইউনিয়নের নিজপানুয়া গ্রামের বড় পীর মরহুম হযরত মাওলানা শাহ আবু আহাম্মদ (রহঃ) এর ছোট ছেলে হযরত মাওলানা শাহ ছুফি শেখ সৈয়দ শামছুজ্জামান (৯০) শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন। আগামী ১৪নভেম্বর (সোমবার) সকাল ১০ টায় নিজপানুয়া দরবার শরীফ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
নিজপানুয়ার বড় পীর সাহেবের ছোট সন্তান সৈয়দ শামছুজ্জামানের ইন্তেকাল
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : November, 12, 2016, 4:52 pm
