নিজস্ব প্রতিবেদক» কৃষি মৌসুমে নেয়া ঋণ পরিশোধ না করায় ৩৪৪ জন কৃষকের নামে সার্টিফিকেট মামলা করেছে কৃষি ব্যাংক ছাগলনাইয়া শাখা।উক্ত ব্যাংকের ৮৭ লাখ ৩৬ হাজার টাকার ঋণ আদায় না হওয়ায় কৃষকদের বিরুদ্ধে মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ।বাংলাদেশ কৃষি ব্যাংক,ছাগলনাইয়া শাখার সেকেন্ড অফিসার জয়নাল আবদীন জানান,চলতি বছরের ৩০ জুন ঋণ পরিশোধ করার কথা থাকলেও তা না করার উক্ত কৃষকদের বিরুদ্ধে মামলা করা হয়।ঋণ নেয়ার ৩ বছর পর থেকে এ মামলা করা হয়।কৃষকদের বারবার তাগাদা দেয়ার পরও ঋণ পরিশোধ না করায় এ মামলা করা হয়।কৃষকদের মাঝে ১০ শতাংশ সুদে ৫ থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেয়া হয়েছিল।১৯৮৩ সালের পর থেকে এ শাখায় কৃষি ঋণ কার্যক্রম শুরু হয়।
ব্যাংকের এক কর্মকর্তা জানান,কৃষকদের মধ্যে যারা স্থানীয়ভাবে প্রভাবশালী তারা মামলা মোকাদ্দমা পাত্তা দিচ্ছেন না। বিশেষ করে বাশঁপাড়া,মটুয়া এবং পশ্চিম ছাগলনাইয়া এলাকার ঋণ খেলাপি কৃষকরা ব্যাংকের কোন আদেশ-নিষেধ আমলে নিচ্ছেন না। ওই কর্মকর্তা আরো জানান,উপজেলা প্রশাসন আরও কার্যকর হলে দ্রুত ঋণ আদায় করা সম্ভব হতো। উক্ত শাখার ব্যবস্থাপক কামাল উদ্দিন জানান,মামলার পর কয়েকজন কৃষক ইতিমধ্যে তাদের ঋণ পরিশোধ করেছে। মামলার কথা শুনে ঋণ খেলাপিরা ব্যাংকের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে শুনা যাচ্ছে।
ছাগলনাইয়ায় সাড়ে ৩’শ কৃষকের বিরুদ্ধে ব্যাংকের মামলা
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : November, 15, 2016, 7:05 pm
