আউয়াল চৌধুরী» এবারের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ছাগলনাইয়া উপজেলার ৮টি কেন্দ্রে ৪৩৪০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে প্রাথমিকে ৩০৪৯ জন ও ইবতেদায়ীতে ১২৯১জন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিকে ছাগলনাইয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৪৪ জন ও ইবতেদায়ীতে ১২১ জন, বাঁশপাড়া আইডিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিকে ৩১১জন ইবতেদায়ীতে ২০৫ জন, চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে প্রাথমিকে ৪৯৭জন ইবতেদায়ীতে ৫৯ জন, হরিপুর শাহ মাহবুবুল আলম ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে প্রাথমিকে ২৩৪ জন, ইবতেদায়ীতে ১৬৭ জন, ঘোষালহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিকে ৩০৩জন, ইবতেদায়ীতে ১১৫ জন, রাধানগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিকে ৩৬৮জন, ইবতেদায়ীতে ২৫২ জন, দারোগারহাট আলহাজ্ব আবুল কাশেম সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে প্রাথমিকে ৪৪১জন, ইবতেদায়ীতে ২২২জন ও মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিকে ৩৪১জন ও ইবতেদায়ীতে ১৫০ পরীক্ষার্থী অংশ নিবে। ২০ নভেম্বর থেকে সারা দেশে এক যোগে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপণী পরীক্ষা শুরু হচ্ছে।
ছাগলনাইয়ায় প্রাথমিক ও ইবতেদায়ীতে ৪৩৪০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : November, 19, 2016, 6:16 pm
