নিজস্ব প্রতিবেদক» অশেষে ৫দিনের মাথায় পুলিশের হাতে গ্রেপ্তার হলো ফুটবলার শাহাদাতের খুনী বেলাল। রোববার সন্ধ্যায় সে ফেনীর আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়। তার ১০দিনের রিমান্ড আবেদন করেছে। সোমবার রিমান্ড আবেদনের শুনানি হবে বলে পুলিশ জানায়।
ছাগলনাইয়া থানার ওসি রাশেদ খান চৌধুরী ছাগলনাইয়া ডট কমকে জানান জানান, ওইদিন বিকেল ৫টার দিকে কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকায় বেলালকে ধরতে অভিযান চালায় পুলিশ। এসময় সে পালিয়ে আদালতে আত্মসমর্পন করে।
প্রসংগত ,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহাদাত (২০)নামে ফুটবল খেলোয়াড়কে গলাকেটে খুন করেছে বেলাল নামের এক বখাটে। এ সময় তার ছুরিকাঘাতে গুরুতর আহত হয় শাহাদাতের ভাই বক্কর, তার বন্ধু রিয়াজ (২২) ও ওসমান(১৮)। বুধবার সন্ধায় ছাগলনাইয়া কলেজ রোড়ে বালিকা বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহত ওসমান জানান, বুধবার সকালে ছাগলনাইয়া কলেজ রোড়ের তারেক মেটালের কর্মচারী বেলাল এক রিক্সাচালককে মারধর করলে শাহাদাতের বড় ভাই বক্কর এর প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে ওইদিন সন্ধ্যায় বখাটে বেলাল একটি ধারালো ছুরি দিয়ে শাহাদাতের গলাকেটে দেয় ও পেটে ছুরি ঢুকিয়ে দেয় । এসময় বক্কর, রিয়াজ, ও ওসমান এগিয়ে গেলে তাদেরকেও ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপায়। রিয়াদের পিঠেও ছুরি ঢুকিয়ে দেয়া হয়। গুরুতর আহত অবস্থায় শাহাদাত,রিয়াজ ও ওসমানকে পর্যায়ক্রমে ছাগলনাইয়া ও ফেনী হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শাহাদাত মারা যায়। নিহত শাহাদাতের বাড়ি ছাগলনাইয়ার পূর্বছাগলনাইয়া গ্রামে। সে ওই গ্রামের ছালেহ আহমদের ছেলে। রিয়াজ পশ্চিম ছাগলনাইয়া গ্রামের আবু আহমদের ছেলে ও ওসমান মৃত আবুল কাসেমের ছেলে। ঘাতক বেলাল ঘটনার পর পরই পালিয়ে যায়।
অবশেষে গ্রেপ্তার হলো খুনী বেলাল
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : November, 20, 2016, 4:23 pm
