মিরসরাইয়ে অর্ধেক মাথা ওয়ালা অদ্ভুত শিশুর জন্ম

মিরসরাই প্রতিনিধি» হাত, পা, মাথা সব আছে। এরপরও সে অদ্ভুত শিশু। কারণ তার মাথা অর্ধেক। শরীরের চামড়াগুলো প্লাস্টিকের মতো। ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ক্যাসিয়ামের অভাব। এমন একটি শিশুর জন্ম হয়েছে বারইয়ারহাট জেনারেল হাসপাতালের ২০৪ নম্বর কক্ষে।

শিশুটির জন্মদাতা ওসমানপুর ইউনিয়নের সাহেবদীনগর গ্রামের প্রবাসী সাইফুল ইসলামও ফাহমিদা আক্তার কলি দম্পতি। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বারইয়ারহাট জেনারেল হাসপাতালে অস্ত্রপাচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়।

উপজেলার বারইয়ারহাট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে তাদের হাসপাতালে প্রসুতি রোগী ফাহমিদা আক্তার কলি ভর্তি হয়। বিকালে পেটে ব্যাথা শুরু হয়। পরে হাসপাতালে ডাক্তার শামীম আরা নাসরিন অস্ত্রপাচারের মাধ্যমে কলি একটি ছেলে সন্তান হয়। কিন্তু ছেলেটি ছিল অদ্ভুত। তার শরীরের চামড়াগুলো কুচকানো। দেখতে প্লাস্টিকের মতো। মাথাটা অর্ধেক। কিন্তু চুল আছে। ডাক্তারের ধারণা ক্যালসিয়ামের অভাবে এমনটা হয়েছে।
এব্যাপারে বক্তব্য জানতে ডাক্তার শামীম আরা নাসরিনের ব্যাক্তিগত মোবাইলে কল দেয়া হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।
বারইয়ারহাট জেনারেল হাসপাতালের চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার সকালে ওসমানপুর ইউনিয়নের সাহেবদীনগর গ্রামের ফাহমিদা আক্তার কলি তাদের হাসপাতালে ভর্তি হয়। ওই দিন বিকালে তার একটি ছেলের জন্ম হয়। কিন্তু ছেলেটির মাথা অর্ধেক ও শরীরের চামড়াগুলো অদ্ভুত। একলামসিয়ার রোগে আক্রান্ত হওয়ায় এমন সমস্যা হয়েছে বলে তিনি জানান। তবে মা ও শিশু এখন সুস্থ রয়েছে বলে তিনি দাবি করেন।

11-1

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com