দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

ডেস্ক রিপোর্ট» রাজধানীসহ সারা দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) বেলা ১টা ২০ মিনিট ৪৫ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। এ সময় ভূমিকম্পনের মাত্র ছিলো রিখটার স্কেলে ৪ দশমিক ৬।

বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশের সুনামগঞ্জ জেলার কাছাকাছি উত্তর-দক্ষিণে। ঢাকায় অবিস্থিত আবহওয়া অধিদফতরের সিসমিক সেন্টার থেকে ১৫৬ মিলোমিটার উত্তরে।

তবে ভূমিকম্পনের ফলে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com