নিজস্ব প্রতিবেদক» সোনাগাজী চরমজলিশপুর ইউনিয়নের সাবেক গোপালগাঁও গ্রামে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষনের ভিডিও ধারনের ঘটনায় লম্পট ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে চট্টগ্রামের সদর ঘাট থানা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাতে সোনাগাজী মডেল থানার এসআই নাজমুল করিম চট্টগ্রামের সদর ঘাট থানা পুলিশের সহায়তায় সদর ঘাট এলাকায় অভিযান চালায়। এসময় ধর্ষন মামলার আসামী চরগোপালগাঁও গ্রামের মোস্তফার ছেলে ওমর ফারুক (৪০) কে গ্রেপ্তার করা হয়।
গত ২৮ জুলাই বিকালে লম্পট ফারুক বাড়িতে কেউ না থাকায় মেয়েটিকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষন করে ভিডিও চিত্র ধারন করে। ঘটনাটি কাউকে না জানাতে ভিডিও প্রকাশ সহ নানা ধরনের হুমকি-ধমকি দেয়। ওইদিন রাতেই মেয়েটির মায়ের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবী করে। মূল ঘটনার রহস্য বেরিয়ে আসে। ১৭ আগস্ট নির্যাতিতার মা তৈয়বের নেছা বাদী হয়ে ওমর ফারুক (৪০) কে আসামী করে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।
সোনাগাজীতে ধর্ষনের ভিডিও ধারণ ঘটনার মূল হোতা গ্রেপ্তার
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : October, 4, 2016, 7:48 pm