নিজস্ব প্রতিবেদক»সোনাগাজীতে পুকুরে ডুবে মারা গেছে আফরিন সাবিয়ান লিহা (৪) নামে এক শিশু। উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের পশ্চিম মির্জাপুর গ্রামে বুধবার দুপুরে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ওইদিন দুপুরে পশ্চিম মির্জাপুর গ্রামের তরাব উদ্দিন মৌলভী বাড়ির আহসান উল্যাহর লিহা বাড়ির উঠানে খেলা করতে করতে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘক্ষণ না দেখে তার মা হাসিনা খাতুন লিহাকে না দেখে খোঁজাখুঁজি করতে থাকে। এমন সময় ওই বাড়ির মাসুদ নামের এক ছেলে পুকুরে গোসল করতে গেলে তার পায়ের সাথে লেগে লিহার দেহ ভেসে উঠে। তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।
সোনাগাজীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : October, 5, 2016, 7:35 pm