মিরসরাই প্রতিনিধি» মিরসরাইয়ে সিএনজি অটোরিক্সা উল্টে মাজেদা বেগম (৫০) নামে একজন নিহত হয়েছে। এসময় আরো ৩ জন আহত হয়। সোমবার (১৭ অক্টোবর) উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের চিনকিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদা বেগম করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামের নুর ইসলামের স্ত্রী। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহতের পুত্র আব্দুল মালেক জানান, অটোরিক্সা করে তার মা বারইয়ারহাট আসছিলেন। রাস্তায় একটি ছাগলকে বাঁচাতে গিয়ে সিএনজি অটোরিক্সাটি উল্টে যায়। এতে তার মা গুরুতরভাবে আহত হয়। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মিনহাজ আবেদীন জানান, মাজেদাকে হাসপাতালে আনার পূর্বে তিনি মারা যান।
মিরসরাইয়ে অটোরিক্সা উল্টে নিহত ১
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : October, 17, 2016, 8:21 pm
