সংবাদ বিজ্ঞপ্তি» জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ফেনী জেলা শাখার দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে ফেনী জেলা পরিষদের ডঃ সেলিম আল দ্বীন মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ফেনী জেলা শাখার সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বি কম।
সংগঠনের জেলা কমিটির সাধারন সম্পাদক ইসমাইল হোসেন সুমনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য খেলাঘর ফেনী শাখার সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিক মিয়া।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লতিফ খান রায়হান, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কামাল হোসেন সোহাগ।
এতে আরো উপস্হিত ছিলেন সংগঠনের জেলা শাখার সাবেক সভাপতি অঞ্জন ঘোষ,সাইফুল ইসলাম সোহেল,আবদুর রহমান সুজন,ছাত্রলীগ নেতা এখলাস উদ্দিন খোন্দকার বাবলু,নোমান হাবীব প্রমুখ।
সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে শিপন চন্দ্র পাল সভাপতি,ওমর ফিরোজ মামুন সাধারন সম্পাদক ও বিপ্লব চন্দ্র ভৌমিক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ফেনী শাখার দ্বি- বার্ষিক সম্মেলন
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : October, 29, 2016, 2:01 pm
