শহর প্রতিনিধিঃঃফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ এমেচার বক্সিং ফেডারেশনের ব্যবস্থাপনায় তৃণমূল পর্যায়ে ৯ দিন ব্যাপি বক্সিং প্রশিক্ষণ কর্মসুচি ৫ অক্টোবর বুধবার খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে উদ্বোধন করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাজী নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আমিন উল আহসান।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ আজম চৌধুরী, আব্দুল মোতালেব হুমায়ুন, দেলোয়ার হোসেন ডালিম, চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব, সাংবাদিক দিলদার হোসেন স্বপন ও প্রবিন ক্রীড়া শিক্ষক গোলাম হায়দার মজুমদার প্রমুখ।
প্রশিক্ষক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মনিরুজ্জমানের তত্ত¡াবধানে আট জন ছেলে ও আট জন মেয়েকে প্রশিক্ষণ দেওয়া হবে।