নিজস্ব প্রতিবেদক» ফেনীর পাঁচগাছিয়ার দক্ষিণ কাশিমপুরে ৩ মাদকসেবীকে মঙ্গলবার দুপুরে কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্তরা হলেন দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের শামসুল হকের ছেলে মোশাররফ হোসেন রাসেল (২০, শর্শদী ইউনিয়নের জেরকাছাড় এলাকার মৃত বাহার মিয়ার ছেলে মো: শাহাব উদ্দিন সমুন (২৫) ও একই এলাকার ছালেহ আহম্মদের ছেলে মো: হৃদয় (১৮)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর দায় বাড়ীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩ জনকে মাদকসেবনরত অবস্থায় আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের বিচারক ও ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নেহাশীষ দাস ৩ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় ফেনীস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মো: ইকবালুর রহমান উপস্থিত ছিলেন।
ফেনীতে ৩ মাদকসেবীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : October, 4, 2016, 7:11 pm