সংবাদ বিজ্ঞপ্তি» সারাদেশের ন্যায় ফেনীতে আজ ০২ অক্টোবর রোববার শহরের ডক্টরস রিক্রেয়েশনে নানা আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এতে বেলুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক আমিন উল আহসান ও পুলিশ সুপার রেজাউল হক পিপিএম সহ অন্যান্য অতিথিবৃন্দ। বেলুন উড্ডয়ন, র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্য এ আয়োজনের সমাপ্তি হয়।
অনুষ্ঠানে সাংবাদিক নুরুল করিম মজুমদার’র সভাপতিত্বে ও চ্যানেল আই দর্শক ফোরাম’র সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন’র পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চ্যানেল আই ফেনী জেলা প্রতিনিধি রবিউল হক রবি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক আমিন উল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, প্রথম আলো নিজস্ব প্রতিবেদক আবু তাহের, ট্রাফিক ইনস্পেক্টর গোলাম ফারুক, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহীনুজ্জামান শাহীন, ফেনী ডিজিটাল ভিশন’র চেয়ারম্যান শাহীন হায়দার, ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন, ফেনী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও মাছরাঙ্গা টিভি প্রতিনিধি জমির উদ্দিন বেগ, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শুকদেব নাথ তপন, বাংলাদেশ অবজারভার প্রতিনিধি আবু তাহের ভূঞা, পূবালী সাংস্কৃতিক সংগঠনের প্রধান সমন্বয়ক সমরজিত দাস টুটুল, ছাগলনাইয়া প্রেস ক্লাব সভাপতি কামরুল হাসান লিটন, ছাগলনাইয়া ডট কম সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন, ফুলগাজী প্রেস ক্লাব সভাপতি শাহাব উদ্দিন, ইনডিপেনডেন্ট টিভি প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক ফেনীর সময় সহকারী সম্পাদক আলী হায়দার মানিক, দৈনিক সকালের খবর প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগ সভাপতি আবদুর রহমান বি.কম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদার, ফেনী জেলা সিভিল সার্জন ডা: হাসান শাহরিয়ার কবির, বি.এম.এ ফেনী জেলা সাধারণ সম্পাদক ডা: শাহেদুল ইসলাম কাওসার , সাধারণ সম্পাদক আবদুল আউয়াল, কালের কন্ঠ ফেনী প্রতিনিধি আসাদুজ্জামান দারা, সময় টিভি ফেনী অফিসের রিপোর্টার আতিয়ার সজল, একুশে টিভি প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জু, অনলাইন নিউজ পোর্টাল নতুন ফেনীর সম্পাদক রাশেদুল হাসান, ভোরের কাগজ পরশুরাম প্রতিনিধি মোস্তফা ভূঞা, দাগনভূঞা প্রেস ক্লাব সদস্য আলমগীর রনি, কবি সাংবাদিক মঞ্জুর তাজিম ও সাবিহ মাহমুদ, ফেনী প্রেসিডেন্সি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু হানিফ। উক্ত অনুষ্ঠানে ফেনী জেলা প্রতিনিধি রবিউল হক রবিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ছাগলনাইয়া প্রেস ক্লাব, পূবালী সাংস্কৃতিক সংসদ সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে পঞ্চবটি সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এডভোকেট বাদল দেবনাথ ও বিধান চন্দ্র শীল’র পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান গান পরিবেশন করেন রিমি, শিথি, রিংকি, পূজা, দেবিকা। তবলায় ছিলেন রিপন।