নিজস্ব প্রতিবেদক»ফেনীতে দু‘যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়েচে পাষন্ডরা। টানা দুইদিন ধরে দুই যুবককে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে নির্মম নির্যাতন চালিয়েছে ইউপি সদস্য মোরশেদ আলম ও তার সহযোগিরা। এ ঘটনায় সোমবার রাতে দুই সহযোগিকে গ্রেফতার করে পুলিশ। সদর উপজেলার শর্শদী ইউনিয়নের নিমতলা নামক স্থানে এ নির্যাতনের ঘটনা ঘটে।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের জঙ্গলপুর গ্রামের ইউনুছ মিয়ার বাড়ীতে বেড়াতে আসে সাইফুল ইসলাম ও নাঈম। তারা ২ অক্টোবর চট্টগ্রামের উদ্দেশ্যে মোটর সাইকেল নিয়ে ওই বাড়ি থেকে বের হয়। শর্শদী নামক স্থানে পৌছলে পূর্ব থেকে উৎপেতে থাকা শর্শদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মোরশেদ আলম তার সহযোগিদের নিয়ে মোটর সাইকেল গতিরোধ করে দুই যুবককে তার ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে আটকে রাখে। পরে সেখানে তাদের বেদম মারধর করে আমান উল্যাহ আরমান নামের এক আত্মীয়ের কাছে মোবাইল ফোনে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবী করেন। পরে নিমতলা নামক স্থানে নিয়ে বিদ্যুতের খুটির সাথে দুইদিন ধরে বেঁধে রেখে নির্মম নির্যাতন চালায়। তাদের উদ্ধার করতে আসা আমান উল্যাহ আমানকেও আটক করে মুক্তিপণ না পেলে সবাইকে মেরে ফেলার হুমকি দেয়। সোমবার রাত ১০টার দিকে ফেনী মডেল থানায় অবহিত করলে ওসি (তদন্ত) মো: শাহীনুজ্জামান মোবাইল ফোনে আটককৃতদের ছেড়ে দিতে ইউপি সদস্যকে নির্দেশ দেন। তাদের ছেড়ে না দেয়ায় রাতে পুলিশের দুটি টিম অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চৌদ্দগ্রামের শাকতলা গ্রামের আবদুল আহাদের ছেলে সাইফুল ইসলাম ও চট্টগ্রামের আনোয়ারা থানার গবাদিয়া গ্রামের আজম খানের ছেলে নাঈমকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে উত্তর শর্শদী গ্রামের রহমত আলী মোল্লা বাড়ির আবদুল খালেকের ছেলে আবুল কালাম ও একই এলাকার ওমর ফারুককে গ্রেফতার করে। এ ঘটনায় আমান উল্যাহ আরমানের পিতা মো: ইউনুছ বাদী হয়ে ইউপি সদস্য মোরশেদ আলম সহ ৫ জনের নাম উল্লেখ করে ৫-৬ জনকে অজ্ঞাত আসামী করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। আটককৃত দুইজনকে ওই মামলা এবং আরো একটি ডাকাতি মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মো: শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শর্শদীর শীর্ষ সন্ত্রাসী মোরশেদ আলম মেম্বার সহ জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
ফেনীতে দুই যুবককে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে দুইদিন ধরে নির্যাতন
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : October, 4, 2016, 8:27 pm