নিজস্ব প্রতিবেদক»দেশীয় অস্ত্রসহ দুডাকাতকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ। শনিবার ভোর সাড়ে চারটার দিকে সদর উপজেলার কাজীরবাগ ফরেষ্ট অফিস সংলগ্ন মাজার গেইটের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো বাগেরর হাটের পঞ্চগড়ন গ্রামের হাসান মির্জার ছেলে রফিক মির্জা ও ফুলগাজীর দক্ষিণ আনন্দপুর গ্রামের মালেকের ছেলে দুলাল। মডেল থানা পুলিশ সূত্রে জানা য়ায় আটক দু ডাকাতকে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : October, 1, 2016, 8:45 pm