কবির আহমেদ নাছির» আচরণবিধি লংগনের দায়ে ফুলগাজী সদর ইউপিতে সংরক্ষিত পদে (৭,৮৯) মেম্বার প্রার্থী তাসলিমা আক্তারের( বই প্রতীক) এক কর্মীকে আচরণবিধি লংগনের দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আমিনুল ইসলাম নামে ওই কর্মী শুক্রবার সকালে আচরণবিধি লংগন করে ফুলগাজী কলেজ রোডের একটি দালানে পোস্টার লাগিয়েছিল।
ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আমিনুলের ১হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদ হোসেন চৌধুরী।
ফুলগাজীতে আচরনবিধি লঙ্গনের দায়ে মেম্বার প্রার্থীর কর্মীর জরিমানা
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : October, 21, 2016, 5:00 pm
