কবির আহমেদ নাছির» ফুলগাজীর দেড়পাড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মিয়াচাঁনের পাশে দাড়ালেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম। শুক্রবার সকালে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম , উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমা, উপজেলা নির্বাচন অফিসার জায়েদ হোসেন চৌধুরী, এআরডিও গোলাম মোস্তফা, ফুলগাজী প্রেসক্লাব সভাপতি কবির আহমেদ নাছির ঘটনাস্হল পরিদর্শন করেন। আব্দুল আলিম মিয়া চাঁনের পরিবারকে প্রতিমাসে ২বছর পর্যন্ত ১০টাকা দরে ৩০ কেজী করে চাল, ১বান ঢেউটিন টিন পাওয়ার ব্যবস্থা করে দেন। এছাড়া শাড়ী,লুঙ্গী এবং নগদ ২০০০ টাকা প্রদান করেন।
প্রসংগত বৃহঃবার রাত ৯টার দিকে আগুনে মিয়াচাঁনের ঘর জিনিসপত্রসহ পুড়ে যায়। গ্রামবাসী ও ফায়ারসার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।